লালমাইয়ে নদীর পাড় কেটে মাটি বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার লালমাইয়ে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে ডাকাতিয়া নদীর পাড় কেটে মাটি বিক্রির অপরাধে হাসন আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ১৩ জানুয়ারী ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন আক্তার ডাকাতিয়া নদীর বাগমারা দক্ষিণ ইউনিয়ন এলাকার জয়নগর নামক স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

জানা গেছে, উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের জয়নগর গ্রামের হাসন আলী দীর্ঘদিন যাবৎ ওই গ্রামে অবৈধভাবে ডাকাতিয়া নদীর পাড় কেটে মাটি বিক্রি করে আসছিল।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হাসন আলীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং ভেকু মেশিন সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

এ সময় লালমাই থানা পুলিশ সহযোগিতা করে।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!