স্টাফ রিপোর্টার ।।
লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভুশ্চি বাজারের ঔষধ ব্যবসায়ী তৈয়ব আলীকে ডাক্তার না হয়েও ডাক্তার লিখে সেবার নামে রোগীদের সাথে প্রতারনা করার অপরাধে ভ্রাম্যমান আদালত ২০ হাজার টাকা জরিমানা করেছে।
রবিবার দুপুরে লালমাই উপজেলার সহকারি কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই দণ্ডাদেশ দেন।
এছাড়া বিভিন্ন অভিযোগে মাহমুদুল হাসান (চেঙ্গাহাটা) কে ২ হাজার টাকা, নিমাই সাহা (ভোরা) কে ২ হাজার টাকা, আরমান (মনোহরপুর) কে ১ হাজার টাকা ও মহিন (ধনপুর) কে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
লালমাই উপজেলার সহকারি কমিশনার (ভুমি) শারমিন আরা বলেন, ভুশ্চি বাজারে তৈয়ব আলী নামের একজন ভুয়া চিকিৎসক কে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা করেছি। তিনি দীর্ঘদিন ধরে ডাক্তার না হয়েও ডাক্তার পরিচয় দিয়ে সেবার নামে প্রতারনা করে আসছেন।