মোঃ জয়নাল আবেদীন জয় :
লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আশার আলো’র ৩৮ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি (২বছরের জন্য) গঠন করা হয়েছে।
২৯ মে সকালে শাসনপাড় আটিটি বাজার আইএইচ দাখিল মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রস্তাব সমর্থনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে লালমাই উপজেলা আওয়ামীলীগের সদস্য, পেরুল উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের আইনবিষয়ক সম্পাদক মাতাইনকোট গ্রামের কৃতি সন্তান হুমায়ুন কবির মজুমদারকে সভাপতি, পেরুল উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শানিচোঁ গ্রামের কৃতি সন্তান আবু জাফর মোঃ সালেহ কে সিনিয়র সহ-সভাপতি, লালমাই উপজেলা আওয়ামীলীগের সদস্য, পেরুল উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পেরুল উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আটিটি গ্রামের কৃতি সন্তান ডা: অহিদুর রহমান মাছুম কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটিতে মো: নুর-ই আলম আলমগীর (উৎসবপদুয়া), কৌশিক আহমেদ (উৎসবপদুয়া), মো: শহীদুল ইসলাম (আটিটি) কে সহ-সভাপতি, পেরুল উত্তর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মাওলানা মো: রবিউল হোসেন (আটিটি) কে যুগ্ম সাধারণ সম্পাদক, মো: আরিফুল হোসেন সৈকত (পাড়া দৌলতপুর), পেরুল উত্তর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাব্বির আহম্মেদ সানি (মাতাইনকোট) কে সাংগঠনিক সম্পাদক, মাষ্টার মো: শাহাজাহান (মধ্যম ছিলোনিয়া) কে শিক্ষা বিষয়ক সম্পাদক, মো: মহি উদ্দিন (উৎসবপদুয়া) কে অর্থ বিষয়ক সম্পাদক, মো: সোলায়মান কবির খোকন (দূর্লভপুর) কে প্রবাসী কল্যাণ সম্পাদক, মাষ্টার মাধব চন্দ্র বনিক (জগতপুর) কে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, রিদম ফার্নিচারের মালিক রিপন বৈষ্ণব (জগতপুর) কে ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, ইঞ্জি: মো: জিয়া উদ্দিন ফারুক (নিশ্চিন্তপুর) কে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মাষ্টার দীপংকর দাস (জগতপুর) কে পরিবেশ বিষয়ক সম্পাদক, মো: ফারহান উদ্দিন মিয়াজী (আটিটি) কে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মো: ইকবাল হোসেন (আটিটি) কে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, মাওলানা বিল্লাল হোসেন (উৎসবপদুয়া) কে ধর্ম বিষয়ক সম্পাদক, মো: ফারুক আহম্মেদ (জগতপুর) কে শ্রম বিষয়ক সম্পাদক করা হয়েছে।
কমিটির নির্বাহী সদস্যরা হলেন-মাষ্টার সুমন সাহা (খলিলপুর), মাষ্টার হুমায়ুন কবির (আটিটি), মাষ্টার শরীফুল ইসলাম (আটিটি), মো: মহিন উদ্দিন (হাপানিয়া), মো: সাখাওয়াত হোসেন সোহাগ (কামারকুয়া), মো: খোরশেদ আলম (কামারকুয়া), মো: ইকবাল হোসেন জনি (নিশ্চিন্তপুর), মো: মাজহার উদ্দিন লিপু (নিশ্চিন্তপুর), মো: মাহবুবুল আলম (উত্তর ছিলোনিয়া), জাকির হোসেন (ছোট হাড়গিলা), মো: আবুল কালাম (উৎসবপদুয়া), মো: শাহেদুল হক বাবু (উৎসবপদুয়া), মো: মাসুদ করিম (আটিটি), মো: নজরুল ইসলাম (কাঁকসার), মো: ছিদ্দিকুর রহমান ভেন্ডার (আটিটি), মো: মাসুম বিল্লাহ (ভোরা), মো: জহিরুল ইসলাম জুয়েল (জাম্মুড়া), মো: আক্তারুজ্জামান রুবেল (মধ্যম ছিলোনিয়া)।
উল্লেখ্য ২০১৯ সালের ১লা ডিসেম্বর পেরুল উত্তরের সামাজিক উন্নয়নের লক্ষ্যে ‘আশার আলো’ কার্যক্রম শুরু করে। মহামারী করোনার শুরুতে সংগঠনটির উদ্যোগে ইউনিয়নের সবকয়টি বাজার ও গুরুত্বপূর্ণ স্পটে হাত ধোয়ার জন্য টেপ স্থাপনসহ পর্যাপ্ত সাবান ও সেনিটাইজার সরবরাহ, এলাকার দিনমজুর ও পরিবহন শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়া করোনায় ক্ষতিগ্রস্থ ৪ শতাধিক হতদরিদ্র পরিবারে দুই দফায় খাদ্য সামগ্রী ও ঈদুল ফিতরের পূর্বে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
নবনির্বাচিত কমিটির সভাপতি হুমায়ুন কবির ও সাঃ সম্পাদক ডাঃ সহিদুর রহমান মাসুম বলেন “আশা আলো ” একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন,আধুনিক সমাজ বিনির্মানে শিক্ষিত যুব সমাজকে কাজে লাগিয়ে মাদক নির্মূল,সামাজিক সচেতনতার মাধ্যমে বৈষম্য দূর,গরীব – অসহায়দের সাহায্য করা, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে একটি সুন্দর, সুশৃংখল সমাজ গঠন আমাদের লক্ষ্য।