লালমাই উপজেলার বাগমারা ২০ শয্যা হাসপাতাল পরিদর্শনে সিভিল সার্জন ডাঃ নিয়াতুজ্জামান
- তারিখ : ০৭:৩১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / 630
মোঃ জয়নাল আবেদীন জয় :
বৃহস্পতিবার লালমাই উপজেলা বাগমারা ২০ শয্যা হাসপাতাল পরিদর্শন করেন কুমিল্লা সিভিল সার্জন ডাক্তার মোঃ নুরুজ্জামান।
এ সময় কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণকারীদের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোহাম্মদ আনোয়ার উল্লাহ,মেডিকেল অফিসার ডাক্তার মোঃ ফয়সাল আহমেদ, ডাক্তার সোহাগ চক্রবর্তী, ডাক্তার দিলরুবা সুলতানা, সদর দক্ষিণ ও লালমাই উপজেলা ফ্যামিলি প্লানিং অফিসার ফাতেমা আক্তার সোমা, লালমাই প্রেসক্লাবের সভাপতি, চলন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কাশেম ও সাধারণ সম্পাদক দৈনিক রূপসী বাংলার সাংবাদিক মোঃ জয়নাল আবেদিন জয়, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার, বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান মনু, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ এম রবিউল আলম ও ডাঃ ফৌজিয়া সুলতানা,উপজেলা মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক ডাঃ শাহ জালাল সহ স্থানীয় ইউপির মেম্বার ও মহিলা মেম্বার প্রমুখ।