লালমাই উপজেলায় বাগমারা উত্তর ও দক্ষিণের ০২ জন করোনা পজিটিভ

মোঃ জয়নাল আবেদীন জয় :
গত ০৮ জুন, ২০২০ তারিখে লালমাই উপজেলায় সংগৃহীত ১৪টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে।
এর মধ্যে বাগমারা উত্তরের একজন ও বাগমারা দক্ষিণের ১জনের কোভিড১৯ পজিটিভ, দুজনের বাড়ি লকডাউন করা হয়েছে।

অপর দু’জন কনটাক্ট ট্রেসিং এর মাধ্যমে শনাক্ত হয়েছেন এবং তারা কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের বাসিন্দা হওয়ায় তাদের কুমিল্লা সদর উপজেলা স্বাস্হ্য বিভাগের তত্ত্বাবধানে রাখার জন্য কুমিল্লা সিভিল সার্জন অফিসের কোভিড১৯ বিষয়ক প্রধান সমন্বয়ক ডাঃ নিসর্গ মেরাজ চৌধুরীকে জানানো হয়েছে।

বাকি ১০ জনের ফলাফল নেগেটিভ এসেছেন।

এরমধ্যে পূর্বে করোনাপজিটিভ তৌহিদ হেসেন, মো রুবেল, সানাউল্লাহ ২য় নমুনা নেগেটিভ অর্থাৎ তারা সুস্হ হওয়ার পথে।

গৈয়ারভাঙা গ্রামের কোভিড১৯ আক্রান্ত ব্যবসায়ীর পর পর দুটো নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় তাঁকে পুরোপুরি সুস্থ ঘোষণা করে তাঁর বাড়ির লকডাউন প্রত্যাহার করার জন্য উপজেলা প্রশাসনকে কুমিল্লা সিভিল সার্জন মহোদয়ের কার্যালয় থেকে অনুরোধ করায় আলী আহমেদের বাড়ী হতে লকডাউন প্রত্যাহার করা হলো।

লালমাই উপজেলায় সংগৃহীত মোট ৩১৬ টি নমুনার মধ্যে ২৭২ টি নমুনার ফলাফল পাওয়া গেছে। সবার জন্য শুভকামনা রইলো।

এ নিয়ে লালমাই উপজেলায় করোনাআক্রান্ত ১৬ জন সনাক্ত হয়েছেন। মৃত্যু সংখ্যা দুজন সুস্থ হয়েছেন ০৩ জন। মনে রাখবেন স্বাস্থ্যবিধি মেনে না চললে এটা যে কারো হতে পারে। আতংকিত হবেন না,স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা মেনে চলুন। অন্যকেও মেনে চলতে পরামর্শ দিন।

সবাই ঘরের বাইরে বাধ্যতামূলক মাস্ক পরিধান করুন।
নিরাপদে থাকুন। মহান আল্লাহ অামাদের রহম করুন।
আমিন।

আন্তরিকভাবে অাপনাদের কে.এম.ইয়াসির অারাফাত
উপজেলা নির্বাহি অফিসার ও সভাপতি উপজেলা নভেলকরোনা ভাইরাস প্রতিরোধ কমিটি লালমাই, কুমিল্লা

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!