লালমাই উপজেলা বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলায় রূপান্তর করতে হলে প্রতিটি ইউনিয়ন পরিষদকে জনবান্ধব করতে হবে

মোঃ জয়নাল আবেদীন জয় :

২১শে অক্টোবর বুধবার সকাল ১০ টায় লালমাই উপজেলার অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের হলরুমে স্থানীয় সরকার জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান ও সচিব পিএসসি মেম্বার ও ট্যাগ অফিসারদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান ও কর্মসূচি জাতীয় প্রকল্পের প্রকল্প পরিচালক পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালা সভাপতিত্ব করেন লালমাই উপজেলা নির্বাহী মোঃ নজরুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন ডিআরআরও মোঃ মনিরুল ইসলাম, স্থানীয় সরকার ও জনপ্রতিনিধিদের জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষক দুলাল চন্দ্র দাস সহ প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন মাস্টার ট্রেইনার দুলাল চন্দ্র দাস মাস্টার ট্রেইনার সুমন সাহা ও মাস্টার ট্রেইনার নুরুল ইসলাম।

বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তা স্থানীয় সরকার কে টেকসই করার লক্ষ্যে কর্মশালা কর্মশালায় বাল্যবিয়ে টিআর কাবিখা কাবিটা বিসিএস ভিজিএফ ভিজিডি জিআর প্রকল্পসমূহ ১৮ বছর থেকে ৬০ বছর বয়সের নারী-পুরুষ ৩০% নারী সংযুক্তি সহ প্রকল্প কমিটি গঠন, অনুমোদন ও বাস্তবায়নের করার লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের কে প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা প্রকল্প অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ইব্রাহিম খলিল, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের অধ্যক্ষ কামরুল আহসান, বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেন, ভূলুইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, ভূলুইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ একরামুল হক,পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল বাশার, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজিএম শফিকুর রহমান, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল খায়ের মজুমদার, বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান মনু, বাকই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী, লালমাই প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চলন পত্রিকার সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুর রহমান কাশেম, সাধারণ সম্পাদক ও দৈনিক রূপসী বাংলা’র সাংবাদিক মোঃ জয়নাল আবেদিন জয়, উপজেলা নাজির রতন চন্দ্র সিংহ সহ লালমাই উপজেলা সকল ইউনিয়ন পরিষদের সচিব গণ, মেম্বার ও মহিলা মেম্বারগন উপস্থিত ছিলেন।

জাতীয় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান ও কর্মসূচি জাতীয় প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান বলেন, বিশ্বসেরা অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এফসিএ লোটাস কামাল এমপি মহোদয়ের এলাকা লালমাই উপজেলা কে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলায় রূপান্তর করতে হলে প্রতিটি ইউনিয়ন পরিষদকে জনবান্ধব করা আবশ্যক। সঠিক সময়ে সঠিক প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে এই উপজেলার উন্নয়নকে ত্বরান্বিত করতে সকল প্রকল্পের কার্যক্রম অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী মোঃ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের যে কোন উপজেলার থেকে লালমাই উপজেলার ৯জন ইউপি চেয়ারম্যান ও সচিব ও মেম্বারগন সততা, নিষ্ঠা,আন্তরিকতা এবং কাজের দক্ষতা মাধ্যমে এগিয়ে আছে আর তা অব্যাহতভাবে থাকলে বিশ্বসেরা অর্থমন্ত্রীর স্বপ্নের উপজেলাকে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা রূপান্তর করা সম্ভব। উন্নয়নের এ অগ্রযাত্রাকে যে বাধাগ্রস্ত করবে কাউকেই ছাড় দেওয়া হবে না, তাই সবাইকে একটি উন্নত, সমৃদ্ধিশালী আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্তমূলক উপজেলা বিনির্মাণের লক্ষ্যে কাজ করার নির্দেশ প্রদান করেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!