লালমাই জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার লালমাই উপজেলার জাতীয়তাবাদী আদর্শের প্রবাসীদের সংগঠন “লালমাই জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম”। “গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, লাল সবুজের দেশে” এ শ্লোগানকে ধারণ করে এগিয়ে চলছে লালমাই জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম। লালমাই জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা মঙ্গলবার সন্ধ্যায় (৬ সেপ্টেম্বর) কুমিল্লা মহানগরীর একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লালমাই জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের প্রধান উপদেষ্টা মাহাবুব আলম চৌধুরী। লালমাই জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক,সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লালমাই জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের প্রধান উপদেষ্টা মাহাবুব আলম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান লালমাই জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাফেজ ইকবাল হোসেন নোমান।
লালমাই জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাফেজ ইকবাল হোসেন নোমান এর সভাপতিত্বে ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক এডভোকেট বিল্লাল হোসেন, দক্ষিণ জেলা কৃষকদল সদস্য মাস্টার জাহাঙ্গীর আলম সরকার,সদর দক্ষিণ উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মজুমদার রকেট, বেলঘর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার,কুমিল্লা মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন লালমাই জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কাউছার ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল হোসেন রোবেল।

এ সময় আরো বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোবারক হোসেন নয়ন, জেলা স্বেচ্ছাসেবক দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, ভুলইন উত্তর ইউনিয়ন যুবদলের আহবায়ক লোকমান হোসেন, পেরুল দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কাশেম সুমন,যুবদল নেতা আক্কাস মোল্লা,বাকই উত্তর ইউনিয়নের জাকির হোসেন, মোজাম্মেল হোসেন, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক মজুমদার, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদল নেতা রাশেদুজ্জামান রাজিব, এডভোকেট ইকবাল হোসেন,লালমাই উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক প্রার্থী আল আমিন, ছাত্রদল নেতা সাদ্দাম মজুমদার প্রমুখ।

উল্লেখ্য, লালমাই জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে লালমাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে সমাজের অসহায় মানুষের পাশে থেকে কাজ করছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!