লালমাই প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেলো ১০টি ভূমি ও গৃহহীন পরিবার

মোঃ জয়নাল আবেদীন জয় :

লালমাই উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ ঘর পেলো ১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। রোববার সকাল সাড়ে ১০ টায় ভিডিও কনফারেন্সে সারা দেশের ৫৩ হাজার ৩৪০ টি ঘরের মধ্যে কুমিল্লার জন্য প্রস্তুতকৃত ৬৬২ টি ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মধ্যে লালমাই উপজেলায় ১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়।

এ উপলক্ষে লালমাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক , লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার ,মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা গন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ প্রমুখ। এছাড়াও স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!