লালমাই সরকারি কলেজ শিক্ষক ও কর্মচারীদের অবস্থান ধর্মঘট প্রত্যাহার

সদর দক্ষিণ প্রতিনিধি :
কুমিল্লা সদর দক্ষিণের ঐতিহ্যবাহী লালমাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম,দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে অধ্যক্ষের প্রধান ফটকে তালা ঝুলিয়ে শনিবার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করে কলেজ শিক্ষক-কর্মচারীবৃন্দ। এরই ধারাবাহিকতায় রবিবার সকাল ৯টা থেকে আবারো একই দাবিতে আন্দোলন চালিয়ে যায় শিক্ষক-কর্মচারীবৃন্দ। রবিবার বেলা এগারোটায় লালমাই সরকারি কলেজে এসে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীবৃন্দ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেসমিন আক্তার কে নিয়ে শিক্ষক পরিষদ মিলনায়তনে মিটিং করেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন। ইউএনও’র সাথে প্রায় তিন ঘন্টা মিটিং শেষে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নেন শিক্ষক ও কর্মচারীগণ। লালমাই সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সোলেমান চৌধুরী জানান,মিটিং এ কলেজের শিক্ষক ও কর্মচারীগণ ভারপ্রাপ্ত অধ্যক্ষের সীমাহীন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও শিক্ষকদের সঙ্গে অসদাচারণ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ধরে অবিলম্বে জেসমিন আক্তারের অব্যাহতির দাবি জানিয়েছেন। কর্তৃপক্ষের সাথে আলোচনা করে খুব শীঘ্রই লালমাই কলেজে একজন অধ্যক্ষ নিয়োগ এর ব্যাপারেও মিটিং এ আমাদের আশ্বস্ত করা হয়েছে। আমরা আশা করছি নতুন অধ্যক্ষ নিয়োগের মধ্য দিয়ে কলেজে সকল প্রকার অনিয়ম ও দুর্নীতির অবসান ঘটবে। এ সময় কলেজ গভর্ণি বডির সাবেক সদস্য ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম সহ কলেজ শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!