সদর দক্ষিণের গোয়ালগাঁও স্বপ্নছায়া সামাজিক সংগঠনের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- তারিখ : ০৯:১৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
- / 1742
আব্দুছ সালাম বাপ্পি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে শনিবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও স্বপ্নছায়া সামাজিক সংগঠন কর্তৃক আয়োজিত ল্যাপটপ-এল.ই.ডি কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন ভাটপাড়া টাইগার ক্লাব বনাম কমলপুর একাদশ ক্লাব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব জোড়কানন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মমতাজ উদ্দিন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক ও পূর্ব জোড়কানন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম এ আউয়াল, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ মাস্টার, ইউনিয়ন আওয়ামীলীগের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গোলাম মর্তুজা মেম্বার, উপজেলা যুবলীগ নেতা হানিফ চৌধুরী, বিল্লাল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইয়াসিন আরাফাত, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন অপু।
অনুষ্ঠানে সভাপত্বিত করেন স্বেচ্ছাসেবকলীগ নেতা হাজী সোহেল রানা। এ সময় আরো উপস্থিত ছিলেন পূর্ব জোড় কানন ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, ছাত্রলীগ নেতা জয়নাল চৌধুরী, আবু কাউছার দুলাল, পূর্ব জোড়কানন ইউনিয়ন ছাত্রলীগ নেতা কাজী নাজমুল হুদা মিঠু, কাজী নাইদুল ইসলাম, সাইফুল, নয়ন, রনি, তুহিন, ইসমাইল, কাজী নয়ন, আলিফ প্রমুখ।