সদর দক্ষিণের চাঁদপুরে তিনটি ঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঁদপুরে অগ্নিকান্ডে তিনটি ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে দিনাতিপাত করছেন।
জানা যায়, জেলার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে (৬ এপ্রিল) দিবাগত রাত আড়াইটায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে স্থানীয় দিনমজুর ইদু মিয়া, অসহাশ নুরজাহান, সাব্বির ও জহির এর আধা পাকা-টিনসেট তিনটি ঘর পুড়ে যায়।
সাব্বিরের একটি মটর সাইকেলসহ তিনটি ঘরের সাত পরিবারের আসবাবপত্র সহ মূল্যবান জিনিসপত্র পুড়ে পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে দিনাতিপাত করছেন। 
বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহম্মেদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইউএনও মহোদয়ের সাথে কথা হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সহায়তাসহ সকল প্রকার সহযোগিতা করা হবে।
এদিকে সদর দক্ষিণ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ খোকার নেতৃত্বে শুক্রবার বিকালে অসহায় সাত পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল হাজারী, সদর দক্ষিণ উপজেলা ছাত্রদল নেতা নুর মোহাম্মদ মজুমদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
error: ধন্যবাদ!