সদর দক্ষিণের বাগান বাড়িতে ইউপি মেম্বারের যোগসাজসে দিনে-রাতে কাটছে লালমাই পাহাড়ের পাদদেশ

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা সদর দক্ষিণের লালমাই মৌজায় দিনে-রাতে প্রকাশ্যে কাটছে লালমাই পাহাড়ের পাদদেশ। আবার সুযোগে পাহাড় কাটাও থেমে নেই। সব মিলিয়ে স্থানীয় প্রভাবশালীদের প্রত্যক্ষ যোগসাজসে বিজয়পুর ইউনিয়নের বাগানবাড়ি এলকায় চলছে মাটি কাটার ধূম।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের বাগানবাড়ি এলাকায় স্থানীয় ইউপি সদস্য খোকন মেম্বার,হুমায়ুন মেম্বার,বাঘা ফরিদ এর নেতৃত্বে লালমাই পাহাড়ের পাদদেশ বাগান বাড়ি এলাকায় লাল মাটি কাটার ধূম চলছে বলে জানায় স্থানীয়রা। ফলে এক দিকে যেমনি ভাবে বর্ষা মৌসুমে ঝুঁকির মুখে আশপাশের মানুষ,তেমনিভাবে চরম হুমকির মুখে পরিবেশ।

এছাড়াও ড্রাম ট্রাকের মাধ্যমে রাত-দিন মাটি বহনের ফলে সড়কটিতে চলাচলকারী বিভিন্ন পেশাজীবি মানুষ বায়ু দূষণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। হুমকির মুখে কয়েক কিলোমিটার সড়ক। মাটি বহনের ফলে এ রকম দূর্ভোগ পোহাতে বাধ্য হলেও স্থানীয় একটি প্রভাবশালী মহলের ভয়ে মুখ খুলছে না ভোক্তভুগিরা।জনসাধারণের দূর্ভোগ লাগবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

খোকন মেম্বারের নিকট মাটিকাটা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,নিয়মের উপর এ দেশে কয়জন চলে।

এ বিষয়ে বিজয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম খোকা বলেন, যারা পাহাড় কাটার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা উচিত। মাটি বহন করা ভারী ড্রাম ট্রাক চলাচলের ফলে ইউনিয়নের সড়ক গুলো বর্তমানে হুমকির মুখে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ বলেন, মাটি কাটার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। দোষীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
error: ধন্যবাদ!