সদর দক্ষিণ প্রতিনিধি :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় টেকসই উন্নয়নের জন্য সমাজের অগ্রসর ও বিভিন্ন শ্রেণীর পেশার জন সাধারণের মধ্যে ন্যাশনাল বিল্ডিং কোড সম্পর্কে সক্ষমতা বৃদ্ধিমুলক প্রশিক্ষন শুরু। সোমবার উপজেলা প্রকৌশল অফিসের বাস্তবায়নে, উপজেলা পরিষদের আয়োজনে, স্থানীয় সরকার বিভাগ ও জাপন ইন্টারন্যশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) সহায়তায়, উপজেলা হল রুমে দুই দিনের প্রশিক্ষন শুরু হয়েছে। সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, উপজেলা প্রকৌশলী খন্দকার মাহবুদুল আশ্রাফ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটর প্রদীপ কুমার রায়। সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারগণ প্রশিক্ষণে অংগ্রহন করেন।