নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে সোমবার দিনব্যাপি প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাবিরুল ইসলাম খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম।
এ সময় সদর দক্ষিণ উপজেলা প্রকৌশলী তপন চন্দ্র দেবনাথ, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান,দৈনিক সমাজ কন্ঠের সম্পাদক জসিম উদ্দিন চাষী,কুমিল্লা সদর দক্ষিণ প্রেসক্লাব সভাপতি ও কুমিল্লা এসডি নিউজ 24 সম্পাদক হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মীর মোঃ মারুফ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজালাল,
উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মালেক,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফজলে রাব্বি,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামিমা শারমিন, বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহম্মদ, বিজয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, গলিয়ারা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান, গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন প্রধান,পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম হারিছ মিয়া,পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসমত উল্লাহ হাসু,
চৌয়ারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু ইসহাক মেম্বার, পল্লী বিদ্যুৎ এর এজিএম মোঃ মাহবুবুল ইসলাম,উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নীলিমা আক্তার,কনেশতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান,ইউপি সচিব মাশেকুর রহমান,মতিউর রহমান, পাঠাগার আন্দোলন সভাপতি মোঃ ইমাম হোসেন,রোবটিক্স ক্লাব সেক্রেটারী পলাশ মজুমদার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দন চক্রবর্তী, বিজয়পুর রুন্দ্রপাল মৃৎশিল্প সমবায় সমিতির সভাপতি রোটাঃ তাপস কুমার পাল,উদ্যোক্তা আরিফুর রহমান,কুমিল্লা এসডি নিউজ 24 এর বার্তা প্রধান মাজহারুল ইসলাম বাপ্পিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তা ও ধর্মীয় প্রতিনিধিগণ প্রশিক্ষণ কর্মশালায় অংশ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাটি চারটি টিমে ভাগ করে দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় গ্রুপ-১ এর বিষয় ছিল, আশ্রয়ন-২ প্রকল্প,সামাজিক নিরাপত্তা ও ডিজিটাল বাংলাদেশ। গ্রুপ-২ এর বিষয় ছিল নারীর ক্ষমতায়ন ও পরিবেশ সুরক্ষা। গ্রুপ-৩ এর বিষয় ছিল কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানষিক বিকাশ, সবার জন্য বিদ্যুৎ। গ্রুপ-৪ এর বিষয় ছিল শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক ও বিনিয়োগ বিকাশ।