সদর দক্ষিণে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও জন্মশত বার্ষিকীর ক্ষণ-গণনা’র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর ক্ষণ গননা উদ্বোধনের পর পর সদর দক্ষিণ উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং পায়রা উড়িয়ে জন্মশত বার্ষিকীর ক্ষণ গণনা’র শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার। সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম পিপিএম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসলিমুন নেছা, সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদার, সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাসমত উল্লাহ চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী, চৌয়ারা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ সোহাগ,সদর দক্ষিণ প্রেস ক্লাব সভাপতি ও কুমিল্লা এসডি নিউজ সম্পাদক হাজী মো: দেলোয়ার হোসেন মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ, ওবায়েদুর রহমান, জামাল উদ্দিন প্রধান, খোকা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা: আশরাফুর রহমান, কৃষি কর্মকর্তা মহিউদ্দিন মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজালাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসফিয়া রহমান, মৎস্য কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা যুবলীগের যুগ্ম অহবায়ক ইসরাক মাহমুদ মাসুদ, সিনিয়র সদস্য মমিনুল ইসলাম লিটন, আওয়ামীলীগ নেতা মোঃ শাহ আলম, সোহেল রেজা, যুবলীগ নেতা মজিবুর রহমান মেম্বার, আব্দুল হান্নান মিলন, মনির ফরাজী, আব্দুল হান্নান মজুমদার, উপজেলা ছাত্রলীগ নেতা শাহদাত হোসেন বাকী, রবিউল আলম রবি, আব্দুল্লাহ আল মামুন অপু, ইকবাল হাসান তুহিন প্রমুখ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!