রকিবুল হাসান রকি :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বেশি দামে পণ্যে বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার সদর দক্ষিণ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারি পরিচালক আসাদুল ইসলাম এর নেতৃত্বে এ উপজেলার বিজয়পুর বাজার মনিটরিং এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। বেশি দামে পণ্যে বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় রতন স্টোর,সাদ্দাম স্টোর, স্টোর,লিপি স্টোর, ফরিদ স্টোর,
খোকন শাহা স্টোর কে ৩১ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। পাশাপাশি করোনাভাইরাস গুজব ছড়িয়ে নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম যাতে বৃদ্ধি না করা হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন উপস্থিত স্থানীয় জনগণসহ সংশ্লিষ্ট সকলকে করোনাভাইরাস বিষয়ে সর্তক থাকা, বাজারে নিত্য প্রয়োজনীয় পন্যের কৃত্রিম সংকট যাতে সৃষ্টি না হয় সেদিকে বাজার কমিটির নজরদারী করার জন্য অনুরোধ জানান। পাশাপাশি জনসাধারণকে অহেতুক বিভ্রান্ত না হওয়ার বিষয়ে পরামর্শ দেয়া হয়। এ বিষয়ে কোন সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্যও অনুরোধ জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ হতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে৷