সদর দক্ষিণে ভ্রাম্যমান বইমেলায় ব্যাপক সাড়া

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর যৌথ উদ্যোগে শনিবার (১২ মার্চ) উপজেলার চারটি ছাত্র বহুল মাধ্যমিক বিদ্যালয়ে “মুজিব জন্মশতবর্ষ ভ্রাম্যমান বইমেলা-২০২২” আয়োজন করা হয়। এতে সাধারণ মানুষ ও শিক্ষার্থী মিলিয়ে ১০ হাজার মানুষ বইমেলায় অংশগ্রহণ করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই মেলার উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের সাবেক এআইজি ও পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর ট্রাস্টি মালিক খসরু পিপিএম।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কবি ও কথা সাহিত্যিক মাসুম হামিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার পুতুল, গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান জামাল উদ্দিন প্রধান,

কুমিল্লার বিশিষ্ট গুণীজন পাঠক জিয়া উদ্দিন ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডা. আমিনুর ইসলাম , কালির বাজার মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক রৌশন আলম, সুয়াগঞ্জ টি এ হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক চৌধুরী, চাঁদপুর জনতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল আবু ইসহাক , লোল বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মামুন আজাদ, রূপসী বাংলা কলেজের শিক্ষক নাজমুল হাসানসহ আরো অনেক গণমাণ্য বক্তিবর্গ।

বইমেলাটি স্থানীয় ভাবে আয়োজন করেন স্থানীয় ১০টি বেসরকারি গণগ্রন্থাগার। যার মধ্যে কালি বাজার মাধ্যমিক স্কুলের টি আয়োজন করে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক পাঠকুঞ্জ, বিদ্যাসাগর উন্মুক্ত পাঠাগার, অমর একুশে আদর্শ পাঠাগার, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমদ স্মৃতি পাঠাগার, জামাল হক স্মৃতি পাঠাগার, হিউম্যান পাবলিক লাইব্রেরি, শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পাঠাগার, বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি পাঠাগার,

সুয়াগঞ্জ আদর্শ পাঠাগার, স্বনির্ভর পাঠাগার, আলোকিত পূর্ব জোড়কানন পাঠাগার, দত্তপুর গ্রন্থনীড় পাঠাগার, মালিক খসরু পিপিএম পাঠাগার বইমেলা আয়োজন করে। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর চেয়ারম্যান মোঃ ইমাম হোসাইন।

বিকাল ০৫ টায় বিজয় পুর ইউনিয়ন এর পশ্চিম কাছাড় এ বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ স্মৃতি পাঠাগার এর আয়োজনে আয়োজিত হয় “শিক্ষা ও পাঠক সমাবেশ “।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!