সেন্টমার্টিনে সাতার প্রতিযোগিতায় কুমিল্লার সন্তান ও যমুনা ব্যাংক’র কাঁচপুর শাখার ব্যবস্থাপকের সাফল্য

আকবর হোসেন :

বাংলাদেশের সবচেয়ে বড় এডভেঞ্চার “বাংলা চ্যানেল” টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন দ্বীপ = ১৬.১ কি.মি.) ৫ ঘন্টা ৪১ মিনিট সময় সাঁতার কেটে পাড়ি দিয়ে সাফল্য অর্জন করেছেন যুমনা ব্যাংক লিঃ কাঁচপুর শাখার ব্যবস্থাপক ও কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের দাদঘর গ্রামের কৃতিসন্তান আবুল কালাম আজাদ।

আবহাওয়া খারাপ থাকায় এবং সাগর উত্তাল থাকার পরও ৭৯ জন প্রতিযোগির মধ্যে ৫২ জন সাঁতারু শেষ করতে পেরেছিল।

লাকসাম ফয়জুন্নেছা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো: মোখলেছুর রহমান খাঁনের জ্যেষ্ঠ পুত্র ও যুমনা ব্যাংক লিঃ কাঁচপুর শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, সাতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে আনন্দিত মনে করছি। আসলে এরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে শরীল ও মন দুটাই ভালো থাকে।

মহান আল্লাহর রহমতে ও সকলের দোয়ায় আমি সাতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছি। আমি ভবিষ্যতেও যাতে এরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি সেজন্য সকলের নিকট দোয়া কামনা করছি। পরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বাংলা চ্যানেল কর্তৃপক্ষ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!