মো. জাকির হোসেন।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কুমিল্লায় অনলাইন প্লাটফর্ম ও নারী উদ্যেক্তাদের তৈরী পন্য নিয়ে মেলার আয়োজন করা হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া মেলা চলবে শুক্রবার পর্যন্ত।
কুমিল্লা সিটি কপোরেশনের সহযোগিতা আয়োজিত মেলায় ২১ টি স্টল এসেছে।
বুধবার বিকেলে উদ্বোধনের পর ক্রেতাদের প্রচন্ড ভিড় দেখা গেছে। শিশু ও নারীদের উপস্থিতি দেখা যায় চোখে পড়ার মতো । আগামী শুক্রবার পর্যন্ত এ মেলা চলবে।
কুমিল্লায় নারী উদ্যোক্ত গ্রুপের পরিচালক তারিন মজুমদার । তিনি বলেন আমাদের জেলায় আমাদের নিজস্ব পণ্য ও ঐতিহ্য তুলে ধরতে মেলার আয়োজন করেছি।
মেলার মাধ্যমে কুমিল্লার জেলাভিত্তিক পণ্য পর্দশনী ও ক্রেতাদের কাছে তুলে ধরতে পারবো । আর ভালো লাগার বিষয় হচ্ছে মেলায় আমরা বেশির ভাগ দেশি পণ্য নিয়ে হাজির হয়েছি।