হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সাবেক প্রধান শিক্ষক মকবুল আহমেদ আর নেই
- তারিখ : ১০:১৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
- / 674
খান মোহাম্মদ রুবেল হোসেন :
কুমিল্লার লালমাই উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মকবুল আহমেদ বিএসসি বিটি আর নেই। ২৭জুন শনিবার বেলা ০১:০৫মিনিটে তাঁহার নিজ বাড়ী মজলিসপুর বার্ধক্য জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
প্রবীণ এই শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশের জৈষ্ঠ আইনজীবি আবুল বাসেত মজুমদার, হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি গোলাম সারওয়ার, শিল্পপতি মো: শাহজাহান, বর্তমান সভাপতি ও অর্থমন্ত্রীর একান্ত সচিব কেএম সিংহ রতন, নাক কান গলা বিশেষজ্ঞ প্রফেসর ধনঞ্জয় মজুমদার, ডা: শহীদুল ইসলাম, বাংলাদেশ বেতারের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনির আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোশারফ হোসেন, বৃহত্তর পেরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমান উল্যাহ আমান, স্কুলের বর্তমান প্রধান শিক্ষক ইলিয়াছ কাঞ্চন, এনাম মেডিকেল কলেজ’র উপাধ্যক্ষ প্রফেসর ডা: মোতাহের হোসেন জুয়েল, বাংলাদেশ পুলিশের এআইজি মহিউদ্দিন ফারুকী কাজল, শিল্পপতি কোরবান আলী, কুমিল্লা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা: সালেহ আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিশেষজ্ঞ ডা: আহসান উল্যাহ, পেরুল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান এজিএম শফিকুর রহমান, বাকই উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আইউব আলী, পেরুল উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাসার ও লালমাই প্রেস ক্লাব লিমিটেডসহ বিভিন্ন সংগঠন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।