২য় বর্ষে লালমাই বার্তা

লালমাই প্রতিনিধি

সফলতার ১ম বছর পেরিয়ে ২য় বর্ষে পদার্পণ করেছে কুমিল্লার লালমাইয়ের আঞ্চলিক সংবাদপত্র সাপ্তাহিক লালমাই বার্তা (রেজিঃ নং ডিএ-৬৫৩৮)। ‘সত্য মিথ্যার সংমিশ্রন নয়, সত্য গোপন করবো না’ এই প্রত্যয় নিয়ে ২০২০ সালের ১৬ মার্চ পথচলা শুরু করে পত্রিকাটি। প্রিন্ট ভার্সনের পাশাপাশি একই সময়ে প্রত্রিকাটির অনলাইন ভার্সনও শুরু হয়। সেই থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে সারথি করে পেশাদারিত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে আসছে এটি।
১ম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার বিকাল ৩টায় লালমাই উপজেলা মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এতে অংশগ্রহন করেন লালমাই উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম, অর্থমন্ত্রীর এপিএস কেএম সিংহ রতন, কুমিল্লা শিক্ষাবোর্ডের ডেপুটি (মাধ্যমিক) কন্ট্রোলার মোহাম্মদ শহিদুল ইসলাম, লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব, লালমাই উপজেলা কৃষি অফিসার জোনায়েদ কবির খান, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী, লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মালেক, সহ-সভাপতি ইব্রাহিম খলিল মজুমদার, ঢাকাস্থ লালমাই সমিতির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, বাগমারা উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ কামাল হোসেন, লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, লালমাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াতুল্লাহ, দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পী, লালমাই উপজেলা কৃষকলীগের সদস্য সচিব আবু জাফর মোঃ সালেহ ও উপজেলা যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টু।

লালমাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাহজাহান মজুমদারের সভাপতিত্বে ও লালমাই বার্তার প্রধান সম্পাদক জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমেদ, সর্দার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মনিরুজ্জামান, শাসনপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা জামাল, আলীশ্বর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউছুফ জামিল, বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, হরিশ্চর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা আছাদ উল্যাহ, ছোট শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবদুল্লাহ আল মামুন, ভুলইন দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, পেরুল দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ডালিম, ছোট শরীফপুর ডিগ্রী কলেজের প্রভাষক আমান উল্যাহ আমান, বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী হাবিব, পেরুল দক্ষিণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আবু তাহের টিটু, বেলঘর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল আউয়াল মিনহাজ, ছোট শরীফপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহবায়ক ফয়সাল মাহমুদ, ভুলইন দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাছুম বিল্লাহ, বেলঘর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রায়হান পাটোয়ারী, লালমাই প্রেসক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক আমান নূর, সহ ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন অপু, লালমাই বার্তার স্টাফ রিপোর্টার রিয়াজ উদ্দিন প্রমুখ।
কেক কাটার পূর্বে আমন্ত্রিতরা লালমাই বার্তার সফলতা কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!