কুমিল্লা এসডি নিউজ ডেস্ক :
৩১ অক্টোবর বৃহস্পতিবার কুমিল্লা বিশিষ্ট্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও লালমাই কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ২৫ তম মৃত্যু বার্ষিকী । মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের মৃত্যু বার্ষিকীতে সদর দক্ষিণ ও লালমাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক ও রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম সারওয়ার জানান, মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের মৃত্যু বার্ষিকীতে সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ সকাল ১০ টায় কবর যিয়ারত,কবরে পুষ্পস্তবক অর্পন,মিলাদ ও দোয়ায় অংশগ্রহন এবং বিকেলে উপজেলার সকল ইউনিয়নে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক বি.কম জানান, মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে কবর পাড়ে কুরআন খতম,দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অধ্যক্ষ আবুল কালাম মজুমদার প্রতিষ্ঠিত লালমাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোসাঃ জেসমিন আক্তার জানান, মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের মৃত্যু বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। কর্মসূচির মধ্যে কুরআন খতম,কবর যিয়ারত,কবরে পুস্পস্তবক অর্পন,কবরে দোয়ায় অংশগ্রহন,লালমাই সরকারি কলেজে দৃষ্টিনন্দন মুর্যালে পুষ্পস্তবক অর্পন,কলেজ মিলনায়তনে দোয়া ও আলোচনা সভা। এছাড়াও লালমাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নেতা ইকবাল হাসান তুহিন জানান, লালমাই কলেজের প্রতিষ্ঠাতা ও কুমিল্লা বিশিষ্ট্য রাজনৈতিক ব্যক্তিত্ব বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ২৫ তম মৃত্যু বার্ষিকতে ছাত্রলীগের পক্ষ থেকে কবর যিয়ারত,কবরে পুস্পস্তবক অর্পন এবং কলেজ মিলনায়তনে দোয়া ও আলোচনা সভায় অংশগ্রহন করবে।