নিজস্ব প্রতিবেদক
জাতীয় গ্রন্থকেন্দ্র, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক পাঠকুঞ্জ ও বিজ্ঞান ক্লাব এর আয়োজনে “পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই” শীর্ষক শিরোনামে বাস্তবায়িত হওয়া কর্মসূচির পুরস্কার বিতরণ ও ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবসের আলোচনা সভা
(২৫ আগস্ট) বৃহস্পতিবার বিকালে গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের সাওড়াতলীতে পাঠাগার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার পুতুল,কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির জীবন, গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন এর চেয়ারম্যান জামাল উদ্দিন প্রধান, সদর দক্ষিণ প্রেসক্লাব সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডা. আমিনুল ইসলাম, গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু তাহের মেম্বার,আওয়ামীলীগ নেতা কামাল হক, হাজী কামাল, যুবলীগ নেতা আজাদ, জসিম, সেলিম, জসিম, জয়নাল আবেদীন চৌধুরী, , ছাত্রলীগ নেতা আকিব মজুমদার, আরিফুল ইসলাম, মঞ্জু, গলিয়ারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সহিদুল ইসলাম সোহেল প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর উদ্যোক্তা ও প্রধান সমন্বয়ক মোঃ ইমাম হোসাইন।
আবৃত্তি করেন বিটিভির ক্ষুদে শিল্পী ফাতেমা চৌধুরী। পাঠাগার উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অমর একুশে আদর্শ পাঠাগারের সাধারণ সম্পাদক মোরশেদ আলম, জামাল হক স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক ওমর সানি মজুমদার, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমদ স্মৃতি পাঠাগার এর সাধারণ সম্পাদক ইউনুস মিয়া ছোটন, বীর মুক্তিযোদ্ধা আলকাসুর রহমান কোকা স্মৃতি পাঠাগার এর সাধারণ সম্পাদক বশির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান চৌধুরী স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী, ক্ষুদে পাঠক ও বাচিক শিল্পী ফাতেমা আক্তার, স্বপ্ন-চূড়া স্টুডেন্ট ওয়েলফেয়ার পাঠাগার এর সাধারণ মানুষ আরিফুর রহমান প্রমুখ ব্যক্তিগণ। বিশেষ করে মুজিব শতবর্ষে দেশব্যাপী শত পাঠাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী নিয়ে ২৩ সেপ্টেম্বর-১৬ ডিসেম্বর, ২০২১ইং এ “পড়ি বঙ্গবন্ধুর বই-সোনার মানুষ হই” শীর্ষক তিনমাসব্যাপি ধারাবাহিক পাঠ কার্যক্রমের জাতীয় অনুষ্ঠানের অংশ হিসেবে স্থানীয় পর্যায়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
পাশাপাশি জাতীয় শোক দিবস-২০২২ কে কেন্দ্র করে স্থানীয় একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু বিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা এমন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের কে উৎসাহিত করতে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক বহুমাত্রিক আলোচনা করেন।