কুমিল্লা সদর দক্ষিণে ইঞ্জিনিয়ার দম্পত্তি করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা সদর দক্ষিণের রাজারখলা গ্রামের এক ইঞ্জিনিয়ার ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে সদর দক্ষিণে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা চার জন। বুধবার রাতে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান কুমিল্লা এসডি নিউজ কে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়,জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের রাজারখলা গ্রামের ইঞ্জিনিয়ারের স্ত্রী ১৮ এপ্রিল ঢাকা ক্যান্সার হাসপাতালে জ্বর নিয়ে চিকিৎসা করতে গেলে হাসপাতালের ডাক্তার তাকে করোনা ভাইরাস পরীক্ষা করার পরামর্শ দেয়।

নমুনা পরীক্ষা করার পর ফলাফল পজেটিভ আসে। পরে কুমিল্লায় এসে কাউকে বিষয়টি না জানিয়ে ১৪ দিন হোম কোয়ারেন্টাইন পালন করে। গত মঙ্গলবার ওই মহিলা করোনার ফলোআপ টেষ্ট করানোর জন্য সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। স্বামী-স্ত্রী দুজনের’ই নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। বুধবার বিকেলে স্বামী-স্ত্রী দুজনের’ই করোনা পজেটিভ আসে। বর্তমানে ওই বাড়িটি লকডাউন করেছে প্রশাসন। বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার দম্পত্তি তিন সন্তানেরও নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান।

উল্লেখ্যঃ এর আগেও একই গ্রামের নারায়ণগঞ্জ ফেরত এক গার্মেন্টস কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!