০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হাদির ওপর হামলার ঘটনায় নির্বাচনে প্রভাব নিয়ে যা বললেন ইসি মাছউদ কুমিল্লা সদর দক্ষিণ ইউএনও’র প্রশংসনীয় উদ্যোগ অফিসে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই কুমিল্লা সদর দক্ষিণে সিএনজি উল্টে শিক্ষক নিহত কুমিল্লা সদর দক্ষিণে আশ্রয়ন প্রকল্পে মাদক বিরোধী যৌথ অভিযান, দুইজনের কারাদণ্ড কুমিল্লায় চমক দেখালেন মনিরুল হক চৌধুরী কুমিল্লা নামে বিভাগ চেয়ে এবার কাতার প্রবাসীদের স্মারকলিপি প্রদান ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হয়রানির অভিযোগ অভিনেতার পৌর মেয়রসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’, বাতিল হলো ১২৮ জনের গেজেট নির্বাচন বানচালে হঠাৎ আক্রমণ আসার আশঙ্কা প্রধান উপদেষ্টার

করোনা পরবর্তী বাজারে আসবে যেসব স্মার্টফোন

  • তারিখ : ১১:১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০
  • / 575

করোনাভাইরাসের কারণে স্মার্টফোনের উৎপাদন, সরবরাহ এবং বিক্রি অনেকাংশে বন্ধ। কিন্তু উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ফোন বানানো বন্ধ রাখেনি। নিত্যনতুন ডিজাইনের প্যান্টেন্টে তৈরি কিছু স্মার্টফোন করোনাভাইরাস গেলে বাজারে আসবে।

এগুলোর মধ্যে রয়েছে:-

অনর এক্স১০
৬.৫৩ ইঞ্চি ডিসপ্লে সহ এই ৫জি ফোন লঞ্চ করেছিল অনর। এই ফোনে রয়েছে অক্টা-কোর প্রসেসর, ৪,২০০ এমএএইচ ব্যাটারি ও পপ-আপ সেলফি ক্যামেরা।

অপো ফাইন্ড এক্স২

৬.৭ ইঞ্চি কিউএইচডিপ্লাস ডিসপ্লে-সহ এই ফোন লঞ্চ হয়েছিল। এই ফোনে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির কালারওএস স্কিন চলবে। থাকছে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট ১২জিবি র‍্যাম ও ৪,২০০ এমএএইচ ব্যাটারি।

অপো ফাইন্ড এক্স২ প্রো

অপো ফাইন্ড এক্স২ প্রো তে ফাইন্ড এক্স২’র প্রায় সব ফিচার থাকছে। সঙ্গে রয়েছে ৪,২৬০ এমএএইচ ব্যাটারি৬৫ ওয়াট ফাস্ট চার্জিং।

রিয়েলমি এক্স৩ রিয়েলমি এক্স৩ প্রোতে থাকতে পারে ৬.৫৭ ইঞ্চি ডিসপ্লে, কোয়াড ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ডুয়াল হোল-পাঞ্চ সেলফি ক্যামেরা ও ৪,১০০ এমএএইচ ব্যাটারি।

রিয়েলমি এক্স৩ সুপারজুম

এই ফোনে রিয়েলমি এক্স৩’র থেকে ভালো ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় ৬০এক্স জুম থাকতে পারে। যদিও এখনও বাজারে আসেনি রিয়েলমি এক্স৩ ও রিয়েলমি এক্স৩ সুপার জুম।

নকিয়া ৫.৩

মিডরেঞ্জ সেগমেন্টের এই ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। থাকছে স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট ৪,০০০ এমএএইচ ব্যাটারি ও একাধিক দুর্দান্ত ফিচার।

শেয়ার করুন

করোনা পরবর্তী বাজারে আসবে যেসব স্মার্টফোন

তারিখ : ১১:১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০

করোনাভাইরাসের কারণে স্মার্টফোনের উৎপাদন, সরবরাহ এবং বিক্রি অনেকাংশে বন্ধ। কিন্তু উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ফোন বানানো বন্ধ রাখেনি। নিত্যনতুন ডিজাইনের প্যান্টেন্টে তৈরি কিছু স্মার্টফোন করোনাভাইরাস গেলে বাজারে আসবে।

এগুলোর মধ্যে রয়েছে:-

অনর এক্স১০
৬.৫৩ ইঞ্চি ডিসপ্লে সহ এই ৫জি ফোন লঞ্চ করেছিল অনর। এই ফোনে রয়েছে অক্টা-কোর প্রসেসর, ৪,২০০ এমএএইচ ব্যাটারি ও পপ-আপ সেলফি ক্যামেরা।

অপো ফাইন্ড এক্স২

৬.৭ ইঞ্চি কিউএইচডিপ্লাস ডিসপ্লে-সহ এই ফোন লঞ্চ হয়েছিল। এই ফোনে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির কালারওএস স্কিন চলবে। থাকছে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট ১২জিবি র‍্যাম ও ৪,২০০ এমএএইচ ব্যাটারি।

অপো ফাইন্ড এক্স২ প্রো

অপো ফাইন্ড এক্স২ প্রো তে ফাইন্ড এক্স২’র প্রায় সব ফিচার থাকছে। সঙ্গে রয়েছে ৪,২৬০ এমএএইচ ব্যাটারি৬৫ ওয়াট ফাস্ট চার্জিং।

রিয়েলমি এক্স৩ রিয়েলমি এক্স৩ প্রোতে থাকতে পারে ৬.৫৭ ইঞ্চি ডিসপ্লে, কোয়াড ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ডুয়াল হোল-পাঞ্চ সেলফি ক্যামেরা ও ৪,১০০ এমএএইচ ব্যাটারি।

রিয়েলমি এক্স৩ সুপারজুম

এই ফোনে রিয়েলমি এক্স৩’র থেকে ভালো ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় ৬০এক্স জুম থাকতে পারে। যদিও এখনও বাজারে আসেনি রিয়েলমি এক্স৩ ও রিয়েলমি এক্স৩ সুপার জুম।

নকিয়া ৫.৩

মিডরেঞ্জ সেগমেন্টের এই ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। থাকছে স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট ৪,০০০ এমএএইচ ব্যাটারি ও একাধিক দুর্দান্ত ফিচার।