কুমিল্লা নামে বিভাগ চেয়ে এবার কাতার প্রবাসীদের স্মারকলিপি প্রদান
- তারিখ : ১০:৫৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / 141
প্রেস বিজ্ঞপ্তি :
কাতারের বাংলাদেশ দূতাবাসে “কুমিল্লা পূর্ণাঙ্গ বিভাগ ঘোষণা ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বাস্তবায়নের দাবিতে কাতারস্থ বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দিয়েছেন কাতারস্থ বৃহত্তর কুমিল্লা ঐক্য পরিষদ এর নেতৃবৃন্দ।
কুমিল্লা বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি কাতার শাখার আহ্বায়ক এম এম নূর ও আমিনুল ইসলাম, কাউসার হোসেন, কবির আজ্জম, গাজী কাওসার, কবির হোসেন, , মোঃ জুবায়ের, আল আমিন,
মোঃ সাহাব উদ্দিন এর নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।
দূতাবাসের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান।
রাষ্ট্রদূত হযরত আলী খান বলেন “এই দাবির যৌক্তিকতা রয়েছে। আমরা এটি যথাযথভাবে সরকারের উচ্চমহলে প্রেরণের ব্যবস্থা করবো।”
প্রবাসীরা বলেন, কুমিল্লা অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কুমিল্লা বিভাগ শুধু আঞ্চলিক স্বার্থ নয়, এটি দেশের সার্বিক উন্নয়ন কাঠামোর অংশ হিসেবেই বাস্তবায়ন করা উচিত।










