অর্ধশতাধিক যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় লঞ্চডুবি, ৩০ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। এ পর্যন্ত ৩০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১৯ জন পুরুষ, ৮ জন নারী এবং ৩ জন শিশু। সকাল নয়টার দিকে আরেকটি লঞ্চের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এদিকে লঞ্চডুবির ঘটনায় শোখ জানিয়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

ডুবে যাওয়া লঞ্চটির নাম ‘মর্নিং বার্ড’। এটি মুন্সিগঞ্জ থেকে ঢাকা আসছিলো। এখন উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। নারায়ণগঞ্জ থেকে ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, লঞ্চের অবস্থান শনাক্ত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হয়েছেন। তবে লঞ্চের ভেতরেই আটকা পড়ে থাকতে পারেন অনেকে। স্থানীয়রা জানান, মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দেয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!