অনুমোদন ছাড়াই ভ্যাকসিন প্রদান, বরিশালে ৫ প্রতারকের কারাদণ্ড

প্রশিক্ষণ ও অনুমোদন ছাড়াই ভুয়া ডাক্তার পরিচয়ে সাধারণ মানুষের শরীরে হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রদান করায় ৫ প্রতারককে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ। পাশাপাশি কিছু ভ্যাকসিনও উদ্ধার করা হয়েছে প্রতারকদের অফিস থেকে।

সোমবার দুপুরে নগরীর শের-ই বাংলা সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মূলহোতা আল-আমিন বাপ্পি, তার সহযোগী ইমতিয়াজ, সাব্বির, সম্পা ও রিম্পা।

বিষয়টি নিশ্চিত করে অভিযান পরিচালনকারী এসআই মহিউদ্দিন যুগান্তরকে জানান, ভুয়া ডাক্তার ও নার্স পরিচয়ে বরিশালের বিভিন্ন এলাকায় অর্থের বিনিময়ে কোনো রকমের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বাসায় গিয়ে হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রদানের অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হলে এই ৫ প্রতারককে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মূলহোতা আল আমিন বাপ্পীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকিদের ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

এই ৫ প্রতারক এখন পর্যন্ত ৬০০ ব্যক্তির শরীরে ভ্যাকসিন প্রদান করেছেন বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

যুগান্তর

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!