নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের ভালুকায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঘটনাস্থলেই শিশুসহ ছয়জন নিহত হয়েছে। সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার ওসি জানান, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের ভালুকা ডিগ্রী কলেজের সামনে পৌঁছলে ওইসময় ইউটার্ন নিচ্ছিল একটি প্রাইভেটকার। তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করতে না পেরে প্রাইভেটকারকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই এক শিশু, দুই মহিলা ও তিনজন পুরুষ মারা যায়। এরা সকলেই প্রাইভেটকারের যাত্রী।
নিহতদের বাড়ি গাজিপুরের হোতাপাড়ায়। চিকিৎসা করানোর জন্য তারা ময়মনসিংহে যাচ্ছিলো। নিহতদের মধ্যে একই পরিবারের হাসনা, তার বোন নাজমা, হাসনার ছেলে হাসিবুল ও হাসনার শ্বাশুড়ি জান্নাতি। ড্রাইভার মনিরও ঘটনাস্থলে মারা যায়। নিহত আরেকজন বিল্লাল হোসেন বাড়ি ত্রিশাল উপজেলা।
মরদেহ ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাড়িতে রাখা হয়েছে। স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে।