০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২ লালমাইয়ে বিয়ের নাম ভাঙ্গিয়ে মারধর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা কুমিল্লা সদর দক্ষিণের ব্যবসায়ী দুলালকেখুন্তি দিয়ে কুপিয়ে হত্যা ভাড়াটিয়া সুমি কুমিল্লার বেলতলীতে পিকআপ চাপায় পথচারী নিহত বিতর্কের মুখে সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ কারিগরি কমিটি কুমিল্লা সদর দক্ষিণে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই- ওসি মোহাম্মদ সেলিম কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন এর সদর দক্ষিন উপজেলার কমিটি গঠন নতুন পুরাতন বুঝি না,ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে-ডা. শফিকুর রহমান

এসএসসি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

  • তারিখ : ০৭:০৫:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
  • / 292

দিনাজপুর প্রতিনিধি :

এসএসসি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে মানববন্ধন ও মিছিল করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ২০২১ ব্যাচের শিক্ষার্থীরা।

করোনায় এসএসসি নয় এমন স্লোগানে সোমবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলা সদরের বিজয় চত্বরে মানবন্ধন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আরাফি রুদ্র, ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের শিক্ষার্থী অনিক রায় এবং ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী মোঃ নুর প্রমুখ।

এসএসসি পরীক্ষা স্থগিত হবে না শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমন ঘোষণা দিয়েছেন বলে দাবি করে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ৯ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা তাদের লেখা পড়া সঠিক ভাবে এগিয়ে নিতে পারেনি। হয়নি সিলেবাস অনুযায়ী পড়াশুনা। এসএসসি পরীক্ষা প্রস্তুতির জন্য শিক্ষা ক্ষেত্রে প্রয়োজনী সময় পাইনি আমরা। অনলাইন ক্লাস চালু করলেও সুযোগ সুবিধা না থাকায় সেই অনলাইন ক্লাসে বেশির ভাগ শিক্ষার্থী অংশ নিতে পারেনি। এই পরিস্থিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রকাশ পাবে না।

তাছাড়া স্বাস্থ্য দপ্তরের পক্ষ হতে আগামীদিনে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করা হয়েছে। এই পরিস্থিতিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলে শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে পড়তে পারে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে চাই না। আমরা চাই নিরাপদ শিক্ষা জীবন। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বিডি-প্রতিদিন

শেয়ার করুন

এসএসসি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

তারিখ : ০৭:০৫:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০

দিনাজপুর প্রতিনিধি :

এসএসসি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে মানববন্ধন ও মিছিল করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ২০২১ ব্যাচের শিক্ষার্থীরা।

করোনায় এসএসসি নয় এমন স্লোগানে সোমবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলা সদরের বিজয় চত্বরে মানবন্ধন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আরাফি রুদ্র, ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের শিক্ষার্থী অনিক রায় এবং ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী মোঃ নুর প্রমুখ।

এসএসসি পরীক্ষা স্থগিত হবে না শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমন ঘোষণা দিয়েছেন বলে দাবি করে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ৯ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা তাদের লেখা পড়া সঠিক ভাবে এগিয়ে নিতে পারেনি। হয়নি সিলেবাস অনুযায়ী পড়াশুনা। এসএসসি পরীক্ষা প্রস্তুতির জন্য শিক্ষা ক্ষেত্রে প্রয়োজনী সময় পাইনি আমরা। অনলাইন ক্লাস চালু করলেও সুযোগ সুবিধা না থাকায় সেই অনলাইন ক্লাসে বেশির ভাগ শিক্ষার্থী অংশ নিতে পারেনি। এই পরিস্থিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রকাশ পাবে না।

তাছাড়া স্বাস্থ্য দপ্তরের পক্ষ হতে আগামীদিনে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করা হয়েছে। এই পরিস্থিতিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলে শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে পড়তে পারে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে চাই না। আমরা চাই নিরাপদ শিক্ষা জীবন। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বিডি-প্রতিদিন