কুমিল্লায় ভুয়া করোনা রিপোর্ট তৈরী ও বিক্রির অপরাধে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাস শনাক্তের ভুয়া রিপোর্ট তৈরীসহ বিভিন্ন জাল সনদ তৈরী ও বিক্রীর দায়ে কুমিল্লার চান্দিনা থেকে মোর্শেদ আলম নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার কুমিল্লার চান্দিনা বাজার এলাকার বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামে একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। মোর্শেদ আলম কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

এ বিষয়ে র‌্যাব-১১ সিপিসি-২ এর কমান্ডিং অফিসার তালুকদার নাজমুস সাকিব জানান, গ্রেপ্তারকৃত মোর্শেদ আলম করোনা ভাইরাসের ভুয়া রিপোর্ট, সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র প্রদানের নামে বিভিন্ন লোকজনের সাথে প্রতারনা করে আসছিলো।

এসব রিপোর্টের জন্য সে লোকজনের কাছ থেকে বিভিন্ন্ অংকের টাকা নিয়ে থাকে।

এছাড়া বিভিন্ন ধরনের একাডেমিক সার্টিফিকেটও মোর্শেদ জাল তৈরী ও বিক্রি করে প্রতারনা করে আসছিলো।

বিসমিল্লাহ এন্টারপ্রআজি থেকে বিপুল পরিমান ভুয়া সনদ, কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানার জব্দ করেছে র‌্যাব।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
error: ধন্যবাদ!