কুমিল্লা ব্যুরো:
ভ্যাট ফাঁকির পণ্য ধরতে গিয়ে কুমিল্লায় ফেনসিডিলের চালান আটক করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
সোমবার গভীর রাতে নগরীর পদুয়ার বাজার এলাকায় মহাসড়কে ভ্যাট ফাঁকি দেয়া পণ্যের গাড়ি যাচাই করার সময় শুকতারা মেসার্স ট্রান্সপোর্টের কাভার্ডভ্যানটি আটক করে। গাড়িটির পণ্য পরিবহনের চালান না থাকায় ও গাড়ি চালকের কথায় অসংলগ্নতা পরিলক্ষিত হওয়ায় গাড়িটি তল্লাশি করে বেশ কিছু কার্টুন থেকে ৫৮১টি ফেনসিডিলের বোতল পাওয়া যায়। এ সময় গাড়ির চালক দৌড়ে পালিয়ে যায়।
মঙ্গলবার বিকেলে এক ব্রিফিংয়ে কাস্টসম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার কমিশনার মো. বেলাল হোসেন চৌধুরী বলেন, কাস্টমস ও ভ্যাট প্রিভেন্টিভ টিম মহাসড়কে নিয়মিত টহল প্রদান করে আসছেন।
তিনি বলেন, গত দুই মাসে প্রায় ৩০টির অধিক ট্রাক ও কাভার্ডভ্যান মূসক ও শুল্ক ফাঁকিসহ চোরাচালানের পণ্য বহনের অভিযোগে আটক ও ১৮টি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত মাদকদ্রব্যগুলো ইনভেন্ট্রি করে বর্তমান কাস্টমসের গুদামে জমা দেয়া হয়েছে। পণ্যের বিষয়ে কাস্টমস আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।