মো. জাকির হোসেন।।
অবশেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশথেকে ময়লা আবর্জনা সরিয়েনেয়ার নির্দেশ দিলেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি আজ কুমিল্লায় সড়ক ও জনপথ অধিদপ্তরের কুমিল্লা জোনের উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত ভিডিও কনফারেন্সে এ নির্দেশদেন।
নিষেধ করার পরও কেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ময়লা আবর্জনা রয়েছে তা জানতে চান মন্ত্রী। সেই সাথে মহাসড়কের পাশে কেন পোস্টার-ব্যানার থাকবে তাও জানতে চান এবং তা যারই হউক তা সরিয়ে ফেলারও নির্দেশ দেন সড়কযোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গনপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্যও সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী।
কুমিল্লা জোনের অতিরিক্ত প্রকৌশলীসহ ৬টি জেলার নির্বাহী প্রকৌশলীগন এ ভিডিও কনফারেন্সে অংশ নেন।