প্রধানমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক চাহিদার ভিত্তিতে কারিগরি প্রশিক্ষণ, অভিবাসন খরচ কমানো এবং মধ্যস্বত্তভোগীদের জবাবদিহিতায় আনতে সেন্ট্রাল ডেটাবেইজ তৈরি হচ্ছে। কর্মী নিয়োগে অটোমেশন এবং বিভিন্ন ধরনের ডিজিটালাইজড সেবা মিলছে।
বৈশ্বিক মহামারির কারণে দেশে ফেরা কর্মী ও তাদের পরিবারকে সহজ শর্তে বিনিয়োগ ঋণ এবং তাদের জন্য রিইন্টিগ্রেশন কর্মসূচি নেয়া হয়েছে।