ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ কুবি প্রক্টরের ভাই

কুবি প্রতিনিধিঃ

ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনের বড় ভাই মোঃ বেলাল উদ্দিন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টা থেকে ৪ টার মধ্যে ফেনী সদরে অবস্থিত ঢাকা ব্যাংক শাখা থেকে আড়াই লাখ টাকা উত্তোলন করেন। পরে বাড়ি ফিরে যাননি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। সদস্যদের সাথে কথা বলে জানা যায় মোঃ বেলাল উদ্দিনের চৌদ্দগ্রামের গুনবতীতে ব্যাবসা কেন্দ্র রয়েছে। তার বাড়ি গুনবতীতে।

বেলাল উদ্দিনের বয়স ৫০ বছর। পরনে সিলভার কালারের পাঞ্জাবি পায়জামা। মুখে হালকা দাড়ি ছিল।

এ বিষয়ে প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, “আমরা স্থানীয় ফেনী মডেল থানায় জিডি করব। পরিবারের সদস্যরা সবাই ভাইয়ের ফিরে আসার জন্য অপেক্ষা করছেন। এছাড়াও যদি কেউ খোজ পেয়ে থাকেন তাহলে ০১৯১২২৯৫৬৭৫৩ এই নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ থাকল।”

এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি (তদন্ত) হায়দার আলী বলেন, ভুক্তভোগীর পরিবার বিষয়টি আমাদের মৌখিক ভাবে জানিয়েছেন৷ তারা জিডি করলে আমরা বিষয়টি নিয়ে তদন্ত করব।”

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!