মুক্তিযুদ্ধ মঞ্চের কুমিল্লা দক্ষিণ জেলা নবনির্বাচিত সভাপতি শাহিন সাধারণ সম্পাদক সজল

মোঃ জয়নাল আবেদীন জয় :

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষে শক্তি হিসেবে জাতীয় “মুক্তিযুদ্ধ মঞ্চ” সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

গতকাল ২১শে জুলাই মঙ্গলবার মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক মোঃ আল মামুন স্বাক্ষরিত আগামী ১ বছরের জন্যে কুমিল্লা দক্ষিণ জেলা শাখা অনুমোদিত করেন।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে আবদুল্লাহ আল শাহিন এবং সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ ভূঁইয়া সজল দায়িত্ব দেওয়া হয়।
আগামী কিছু দিনের মধ্যে কুমিল্লা দক্ষিণ জেলা মুক্তমঞ্চের পূর্ণাঙ্গ কমিটি করা হবে এবং কুমিল্লা দক্ষিণ জেলার আওতাধীন সকল উপজেলা কমিটি করা হবে বলে জেলার নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান।

গত ১১ই অক্টোবর ২০১৯ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন (বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি) আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন (বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি) আল মামুন। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির সাবেক আহবায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আ.ক.ম জামাল উদ্দিনকে সংগঠনটির প্রধান উপদেষ্টা করা হয়েছে।

একই সঙ্গে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত সভাপতি হয়েছেন- এ.এস.এম আল-সনেট এবং সাধারণ সম্পাদক- ইয়াসির আরাফাত তূর্য।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!