সুনামগঞ্জে বাড়ছে বন্যার পানি, নতুন নতুন এলাকা প্লাবিত

সুনামগঞ্জে টানা ভারি বর্ষণ, পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

জেলা প্রশাসন জানিয়েছে, জেলায় বন্যায় অন্তত ৩২টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪৪ হাজার পরিবার। প্লাবিত এলাকায় ৭৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন।

ইতোমধ্যে ১৪৮টি পরিবারকে নেয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে।

এদিকে, সুনামগঞ্জ পৌরসভার বেশিরভাগ এলাকা বন্যার প্লাবিত হওয়ায় তলিয়ে গেছে রাস্তাঘাট। বাসাবাড়ি ও দোকানপাটে ঢুকে পড়েছে বন্যার পানি। ভোগান্তিতে পড়েছেন বাসভাসি মানুষ।

পানি উন্নয়ন বোর্ড জানায়, রবিবার ভোর ৬টায় ষোলঘর পয়েন্টে সুরমা নদীর বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২৪ ঘণ্টায় জেলায় ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, দুর্গত মানুষকে সহায়তার জন্য ৪১০ মেট্রিকটন চাল, ২৯ লাখ ৭০ হাজার নগদ টাকা ও ৫ হাজার পরিবারের জন্য শিশুখাদ্য বরাদ্দ দেয়া হয়েছে।

বন্যা মোকাবেলায় প্রশাসনের সকল বিভাগকে প্রাস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।

বিডি প্রতিদিন

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
error: ধন্যবাদ!