খান মোহাম্মদ রুবেল হোসেন :
কুমিল্লার লালমাই উপজেলার অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজে গর্ভবতী মহিলাদের চিকিৎসা দেওয়া হয়। করোনা ভাইরাসের কারণে জনসাধারণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়ায় কুমিল্লা সেনানিবাসের ৪৪ পদাতিক বিগ্রেডের উদ্যোগে গর্ভবতী মহিলা ছাড়াও অন্যান্য উপসর্গের নারী পুরুষ রোগীদের চিকিৎসা সেবা গ্রহণ করেন।
যৌথভাবে পরিচালিত মেডিকেল ক্যাম্প উদ্বোধন পরিদর্শন করেন কুমিল্লা সেনানিবাসের ৪৪ ব্রিগেডের কমান্ডার ডাক্তার মোহাম্মদ নাজমুল হুদা খান, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ লিয়াতুজ্জামান, লালমাই উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত,কুমিল্লা জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডাক্তার আতাউর রহমান জসিম,গাইনী বিভাগের কনসালটেন্ট ডাক্তার মোহসেন আবেদীন,অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ কামরুল আহসান প্রমুখ।
যৌথভাবে পরিচালিত মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন কুমিল্লা সেনানিবাসের ৪৪ বিগ্রেডের ৩৫ এ্যামবুলেন্স বিভাগ,কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়,কুমিল্লা পরিবার পরিকল্পনা কার্যালয়,লালমাই উপজেলা প্রশাসন।
মেডিকেল ক্যাম্পেইন ফ্রী ডায়াবেটিস পরীক্ষা করানো হয়,সকল রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। করোনাভাইরাস সংকটকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে নিয়ম শৃঙ্খলার মাধ্যমে এই চিকিৎসা সেবা পেয়ে এলাকার জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন।
কুমিল্লা সেনানিবাসের ৪৪ ব্রিগেডের কমান্ডার ডাক্তার নাজমুল হুদা খান বলেন, মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের নির্দেশে করোনাভাইরাস সংকটকালীন সময়ে গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা অসুবিধার কথা বিবেচনা করে আমরা কুমিল্লা জেলা প্রত্যেকটি উপজেলায় মেডিকেল ক্যাম্প চিকিৎসা সেবা অব্যাহত রাখবো।
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাক্তার লিয়াতুজ্জামান বলেন,করোনাভাইরাস সংকটকালীন সময়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়ায় এ ধরনের মেডিকেল ক্যাম্প অব্যাহত থাকবে।
লালমাই উপজেলা নিবার্হী অফিসার কে এম ইয়াসির আরাফাত বলেন, ১৭ ই মার্চ মুজিব বর্ষ উপলক্ষে লালমাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য বিভাগ, ইউনিয়ন স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা, বিভিন্ন এনজিও মাধ্যমে জনগণ যাতে সুচিকিৎসা পায় তার চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে সেনাবাহিনী পরিচালিত আজকের ফ্রী মেডিকেল সেবাটি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ জানান।