১০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা সদর দক্ষিণের ব্যবসায়ী দুলালকেখুন্তি দিয়ে কুপিয়ে হত্যা ভাড়াটিয়া সুমি কুমিল্লার বেলতলীতে পিকআপ চাপায় পথচারী নিহত বিতর্কের মুখে সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ কারিগরি কমিটি কুমিল্লা সদর দক্ষিণে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই- ওসি মোহাম্মদ সেলিম কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন এর সদর দক্ষিন উপজেলার কমিটি গঠন নতুন পুরাতন বুঝি না,ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে-ডা. শফিকুর রহমান ছয় দফা দাবিতে কুমিল্লা সদর দক্ষিণে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ গ্রেফতার

কুমিল্লা সদর দক্ষিণের কিছমত-হোসেনপুর সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

  • তারিখ : ০১:০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 703

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় কিছমত-হোসেনপুর সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। গত মার্চ মাসে ঠিকাদারের কাজের মেয়াদ শেষ হলেও কাজ সমাপ্ত না করায় চরম ভোগান্তিতে পড়েছে এই সড়কে চলাচলকারী হাজারো মানুষ।

সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছমত-হোসেনপুর আঞ্চলিক সড়কটি উন্নয়নের জন্য গত বছর টেন্ডার আহবান করা হয়।
এরশাদ এন্ড সন্স নামক ঠিকাদার প্রতিষ্ঠান এই সড়কের কাজটি পেলেও প্রফেসর আব্দুর রাজ্জাক নামের এক ঠিকাদারের নিকট কাজটি বিক্রি করে দেয়। ২ হাজার ২’শ মিটার দৈর্ঘ্য এবং ১২ ফুট প্রস্থের এই সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮১ লাখ ৭৮ হাজার ৫’শ ৭৯ টাকা। কাজ শুরুর কিছুদিন পর থেকেই ঠিকাদারের বিরুদ্ধে এই সড়কের নির্মাণকাজে ম্যাকাডাম (ইটের খোয়া) বিছানাতে পুরোনো ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ তুলেছে স্থানীয়।

ঠিকাদারকে সতর্ক করার পরও সড়ক নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় একাধিকবার কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। গত মার্চ মাসে ঠিকাদারের কাজের মেয়াদ শেষ হলেও কাজ সমাপ্ত না হওয়া চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এই সড়কে চলাচলকারী হাজারো মানুষকে।

বিজয়পুর ইউনিয়নের বেলতলী হয়ে কিছমত-হোসেনপুর সড়কটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সঙ্গে মিলিত হয়েছে। এই অঞ্চলের মানুষ মহাসড়কের বিকল্প হিসেবে এই সড়কে চলাচল করে থাকে।

সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং মেয়াদ শেষ হওয়ায় ঠিকাদারকে সতর্ক করে একাধিকবার চিঠি দিয়েছে বলে জানায় উপজেলা এলজিইডি অফিস।

এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী মোঃ মোবারক হোসেন বলেন, ঠিকাদারের লোকজন নিম্নমানের খোয়া দিয়ে কাজ করছেন। সংশ্লিষ্ট দপ্তরের লোকজনকে অবগত করানোর পরও সড়কের কাজের মান উন্নতি না হওয়ায় কিছুদিন আগে স্থানীয়রা সকলে মিলে কাজ বন্ধ করে দেই। এর কিছুদিন পর আবারো আগের নিয়মেই কাজ শুরু হয়। এমন খোয়া দিয়ে বানানো সড়ক বেশি দিন টিকবে না। সরকারের কোটি কোটি টাকা গচ্চা যাবে। দ্রুত ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
স্থানীয় বাসিন্দা ও বিজয়পুর ইউনিয়ন জামায়াতের আমীর মু.মোমিনুল ইসলাম মজুমদার বলেন, ঠিকাদার যে নির্মাণ সামগ্রী দিয়ে সড়কের কাজ করেছেন তাতে সরকারি টাকা অপচয় ছাড়া আর কিছুই না। এছাড়াও কাজ শুরু করে দীর্ঘদিন যাবত ফেলে রাখায় চলাচলে মানুষ অনেক কষ্ট পাচ্ছে। যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

ঠিকাদার রাজ্জাক প্রফেসরের ব্যবহৃত নাম্বারটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রকৌশলী তপন চন্দ্র দেবনাথ বলেন, ঠিকাদারের অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

কুমিল্লা সদর দক্ষিণের কিছমত-হোসেনপুর সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

তারিখ : ০১:০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় কিছমত-হোসেনপুর সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। গত মার্চ মাসে ঠিকাদারের কাজের মেয়াদ শেষ হলেও কাজ সমাপ্ত না করায় চরম ভোগান্তিতে পড়েছে এই সড়কে চলাচলকারী হাজারো মানুষ।

সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছমত-হোসেনপুর আঞ্চলিক সড়কটি উন্নয়নের জন্য গত বছর টেন্ডার আহবান করা হয়।
এরশাদ এন্ড সন্স নামক ঠিকাদার প্রতিষ্ঠান এই সড়কের কাজটি পেলেও প্রফেসর আব্দুর রাজ্জাক নামের এক ঠিকাদারের নিকট কাজটি বিক্রি করে দেয়। ২ হাজার ২’শ মিটার দৈর্ঘ্য এবং ১২ ফুট প্রস্থের এই সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮১ লাখ ৭৮ হাজার ৫’শ ৭৯ টাকা। কাজ শুরুর কিছুদিন পর থেকেই ঠিকাদারের বিরুদ্ধে এই সড়কের নির্মাণকাজে ম্যাকাডাম (ইটের খোয়া) বিছানাতে পুরোনো ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ তুলেছে স্থানীয়।

ঠিকাদারকে সতর্ক করার পরও সড়ক নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় একাধিকবার কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। গত মার্চ মাসে ঠিকাদারের কাজের মেয়াদ শেষ হলেও কাজ সমাপ্ত না হওয়া চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এই সড়কে চলাচলকারী হাজারো মানুষকে।

বিজয়পুর ইউনিয়নের বেলতলী হয়ে কিছমত-হোসেনপুর সড়কটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সঙ্গে মিলিত হয়েছে। এই অঞ্চলের মানুষ মহাসড়কের বিকল্প হিসেবে এই সড়কে চলাচল করে থাকে।

সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং মেয়াদ শেষ হওয়ায় ঠিকাদারকে সতর্ক করে একাধিকবার চিঠি দিয়েছে বলে জানায় উপজেলা এলজিইডি অফিস।

এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী মোঃ মোবারক হোসেন বলেন, ঠিকাদারের লোকজন নিম্নমানের খোয়া দিয়ে কাজ করছেন। সংশ্লিষ্ট দপ্তরের লোকজনকে অবগত করানোর পরও সড়কের কাজের মান উন্নতি না হওয়ায় কিছুদিন আগে স্থানীয়রা সকলে মিলে কাজ বন্ধ করে দেই। এর কিছুদিন পর আবারো আগের নিয়মেই কাজ শুরু হয়। এমন খোয়া দিয়ে বানানো সড়ক বেশি দিন টিকবে না। সরকারের কোটি কোটি টাকা গচ্চা যাবে। দ্রুত ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
স্থানীয় বাসিন্দা ও বিজয়পুর ইউনিয়ন জামায়াতের আমীর মু.মোমিনুল ইসলাম মজুমদার বলেন, ঠিকাদার যে নির্মাণ সামগ্রী দিয়ে সড়কের কাজ করেছেন তাতে সরকারি টাকা অপচয় ছাড়া আর কিছুই না। এছাড়াও কাজ শুরু করে দীর্ঘদিন যাবত ফেলে রাখায় চলাচলে মানুষ অনেক কষ্ট পাচ্ছে। যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

ঠিকাদার রাজ্জাক প্রফেসরের ব্যবহৃত নাম্বারটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রকৌশলী তপন চন্দ্র দেবনাথ বলেন, ঠিকাদারের অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।