গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। টেলিভিশন ও রেডিওতে প্রচারিত সরকারি নির্দেশ মেনে চলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে অনলাইন ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, গুজব শুধু মাত্র সংকট ঘনীভূতই করে। মতলববাজ ও গুজব সৃষ্টিকারীদের চিহ্নিত করে সেনাবাহিনীকে অবহিত করার আহ্বানও জানান তিনি। সারাদেশে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় সব কিছুই করছে সরকার ।