নাঙ্গলকোটে পুকুর থেকে মামা-ভাগিনার লাশ উদ্ধার

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোটের পূর্ব বামপাড়া গ্রামের আবুল কালাম ভ‚ঁইয়ার বাড়ির পুকুর থেকে শনিবার বিকেলে সাইফ উদ্দিন ভূঁইয়া (১১) ও তার ভাগ্নে জোবায়েদুল ইসলাম স্বপ্নীলের (১০) লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। সাইফ ওই গ্রামের আবুল কালাম ভূঁইয়ার ছেলে। সাইফ পাশ্ববর্তী বেল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

অপর জন আবুল কালাম ভূঁইয়ার নাতি জোবায়েদুল ইসলাম স্বপ্নীল একই ইউনিয়নের মন্তলী গ্রামের প্রকৌশলী মানিক মিয়ার ছেলে, সে রাজধানীর একটি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। স্বপ্নীল পূজার ছুটিতে গ্রামের বাড়িতে এসে পূর্ব বামপাড়া গ্রামে নানা বাড়ীতে বেড়াতে যায়। স্বপ্নীলের স্কুলের ছুটি শেষ হওয়ায় রবিবার তারা ঢাকায় ফেরার কথা ছিলো।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ব বাম পাড়া গ্রামে আবুল কালাম ভ‚ঁইয়ার পুকুরে শনিবার দুপুরে মামা ভাগিনা গোসল করতে যায়। বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় এক ব্যাক্তি পুকুরের পানিতে কালাম ভ‚ঁইয়ার নাতি জোবায়েদুল ইসলাম স্বপ্নীলকে ভাসতে দেখে শোরচিৎকার করে।

পরে স্থানীয়রা এসে পুকুরে নেমে তাকে উদ্ধার করতে গিয়ে মামা সাইফ উদ্দিনের লাশও দেখতে পান। মামা-ভাগিনাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মামা-ভাগিনার মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!