আজ আকাশে দেখা যাবে সোয়ান

গোটাবিশ্ব এখন আতঙ্কিত করোনা নিয়ে। থমকে দিয়েছে জীবনমান, প্রাত্যহিক রুটিন। কাই বলেন, প্রকৃতি তো আর থেমে থাকবে না। তাইতো আমাদের গ্রহের দিকে ধেয়ে আসছে একটি ধূমকেতু। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন সোয়ান। আজ রাতে এটিকে খালি চোখে দেখাও যাবে। তবে কখন ঠিক তা দেখা যাবে তা গতকালও জানায়নি গবেষকরা।

বিজ্ঞানীরা মনে করছেন গতকাল সোয়ান পৃথিবী থেকে প্রায় ৭ কোটি কিলোমিটার দূরে ছিল। দুনিয়ার পূর্ব-উত্তর অংশে থেকে এটি দেখা যাবে সূর্য ওঠার ঠিক আগে। এ মাসের শেষদিকে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একে উজ্জ্বল আকারে দেখা যাবে। অত্যন্ত উজ্জ্বল এই ধূমকেতুর লেজ একেবারে নীল। সোয়ান ধূমকেতুকে প্রথম দেখা যায় মার্চের শেষদিকে। প্রথম এটিকে লক্ষ্য করেন মহাকাশচারী মাইকেল মাতিয়াজু।

তারপর থেকেই ক্রমশ উজ্জ্বল হচ্ছে সোয়ান। কতদূরে রয়েছে সোয়ান : বর্তমানে পৃথিবী থেকে সোয়ানের দূরত্ব ৮৫,০৭১,৭৭৮ কিলোমিটার। এর আলো পৃথিবীতে আসতে সময় লাগে ৪ মিনিট ৪৩.৭৬৮৯ সেকেন্ড। কীভাবে দেখা যেতে পারে : আজ সোয়ান পৃথিবীর সবচেয়ে কাছে আসবে। সবচেয়ে ভালো হয় একেবারে ভোরে অর্থাৎ সাহরি খাওয়ার পর দেখার চেষ্টা করলে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!