আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২০ কে সামনে রেখে আলোচনা ও মানববন্ধন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি :

অদ্য ০৬-১২-২০২০ তারিখে সকাল ১০.০০ টায় কুমিল্লা জেলার টাউনহলের সামনে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগীতায় জেলা যৌনহয়রানি নিমূর্লকরন নেটওয়াকের্র উদ্যেগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২০ এর সামনে রেখে আলোচনা ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা মহিলা বিষয়ক উপ- পরিচালক মোছা: সেলিনা আক্তার, প্রোগ্রাম অফিসার কানিজ তাজিয়া, জেলা যৌনহয়রানি নিমূর্লকরন নেটওয়াকের্র সভাপতি এ্যাডভোকেট ফাহামিদা জেবিন, এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী, কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি ও জেলা যৌনহয়রানি নিমূর্লকরন নেটওয়াকের্র সাধারন সম্পদক ইয়াসমিন রিমা, সৃষ্টির নির্বাহী পরিচালক সালমা আক্তার, সিটি কর্পোরেশনের প্যানেল চেয়ারম্যান ও জেলা যৌনহয়রানি নিমূর্লকরন নেটওয়াকের সহসভাপতি নুরজাহান আক্তার পুতুল, নেটওয়ার্কিং সদস্য জেসমিন আক্তার, মাহামুদা আক্তার, সাংবাদিক অশোক বড়ুয়া, পল্লী সমাজ সদস্য, ওয়াইডøবিউসিএ সদস্য, ফরিদা বিদ্যায়তনের গালর্সগাইড, এবং বিভিন্ন সংস্থার সদস্যবৃন্দ সহ ব্র্যাক জেলা সমন্বয়কারী জিয়াউদ্দিন আহামেদ, কুমিল্লা ব্র্র্যাক সামাজিক ক্ষমতায়নকর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক মো: তৌহিদুর রহমান, মনিটরিং অফিসার পলাশ কুমার বিশ্বাস, পিও (সিইপি) মাসুদ রানা ।

“ উক্ত অনুষ্টানে বক্তারা বলেন নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ব্র্যাকের এই উদ্দ্যেগ নারীর প্রতি যৌন নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে জনেসচেতনা সৃষ্টির লক্ষে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় বাল্যবিবাহ প্রতিরোধে কন্যাশিশুরা ১৮ বছরের আগে বিবাহ না করা এবং নারী ও শিশু নির্যাতনের কোন ঘটনা ঘটলে সাথে ১০৯ / ৯৯৯নং সরকারি টোল ফ্রি হটলাইন নম্বর ব্যবহার করা এবং জেলা যৌনহয়রানি নিমূর্লকরন কমিটিকে অবহিত করা”।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!