আপনি মানুষকে সাহায্য করুন সেটা সামান্য বা বেশি যাই হোক-তাহসিন বাহার

আপনি মানুষকে সাহায্য করুন সেটা সামান্য বা বেশি যাই হোক !
ছবি তুলে হোক( অবশ্যই যিনি নিচ্ছেন তার পরিচয় গোপন করে এবং এই সময় সামাজিক দূরত্ব মাথায় রেখে) লাইভে গিয়ে হোক, ভিডিও করে হোক কিংবা গোপনে (যা এই সময় সব থেকে ভাল উপায় বলে আমার ধারনা)।আপনি আপনার নিজের অর্থায়নে অন্যকে সাহায্য করছেন যেভাবে ইচ্ছে করেন। আপনার যতটুকু সামর্থ্য সেটা দিয়ে বিপদগ্রস্ত একটা মানুষ সাহায্য পেলেই হলো !এই দু:সময়ে মানুষের কাছে সাহায্য পৌঁছানোই হতে হবে আমাদের আসল উদ্দেশ্য ।

আপনার এই সাহায্য করার প্রচার নিয়ে কিছু ভন্ড সমালোচনা করবেই। বিশ্বাস করুন এই মহামানবেরা(!)জীবনে কাউকে এক গ্লাস পানি দিয়ে দেখে নাই ! জীবনে নিজের স্বার্থ ছাড়া এরা কিছুই ভাবে নাই ! দেশের ক্লান্তি লগ্নেও উনারা বাসায় বসে জমানো খাবার খেয়ে ফেসবুকে বুদ্ধীজীবী সেজছে ! প্রকৃতপক্ষে এদের জন্ম হইছে অন্যের সাহায্য না করে অন্যের দোষ ধরার জন্য।

মনে রাখবেন তারাই বলে, যাদের জ্বলে! আপনি আপনার কাজটা করতে থাকুন, মানুষকে বেশি বেশি সাহায্য করুন তাদের জ্বলতে দিন ! ওরা জ্বলে পুড়ে মরে ভষ্ম হয়ে যাবে । সমাজ একদিন দুষণ মুক্ত হবে ।

ধন্যবাদ! Tahseen Bahar ==ফেসবুক থেকে সংগৃহিত

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!