মো. জাকির হোসেন :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় গাঁজা পাচারে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোর রাতে কুমিল্লার কোতয়ালি থানাধীন আমতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাকে করে গাঁজা পরিবহনকালে তল্লাসী চালিয়ে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় ট্রাক তল্লাশি করে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ সফিউল হারুন (২৫)। সে রাজশাহী জেলার বোয়লিয়া থানার শেখের চক গ্রামের মোঃ মোস্তাক আলীর ছেলে। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান র্যাব।