কুমিল্লা নগরীতে দিনে-দুপুরে ব্যবসায়ী নেতা বাপ্পি খন্দকারকে কুপিয়েছে আট দুর্বৃত্ত। আধিপত্য ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রবিবার (২৭ ডিসেম্বর) নগরীর কুমিল্লা হাইস্কুলের নিকট এই ঘটনা ঘটে। তার বাসা নগরী সংলগ্ন সদর উপজেলার চাঁনপুরে। বাপ্পি রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক। সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকায় আতংক নেমে আসে। ব্যবসায়ীরা ভয়ে চারদিকে ছোটাছুটি শুরু করেন।
ঘটনাস্থলে বাপ্পির রক্তের দাগ বাপ্পির বন্ধু সালাউদ্দিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে নগরীর মোগলটুলী কুমিল্লা হাইস্কুলের সামনে বাপ্পি ও তার ভাই রাকিবের ওপর হামলা করে চাঁনপুর এলাকার কামাল খন্দকারসহ ভাড়াটিয়া আট সন্ত্রাসী। তারা বাপ্পির হাতে পায়ে রামদা দিয়ে কুপিয়েছে। ঘটনাস্থলে প্রচুর রক্তপাত হয়েছে। বাপ্পিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরেকটি সূত্র জানায়, বাপ্পি ও কামাল চাঁনপুরে আওয়ামী লীগের একটি পক্ষের দুই নেতার গ্রুপের নেতৃত্ব দেয়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক বলেন, দুই পক্ষ মামাতো ফুফাতো ভাই। তাদের এক পক্ষের বিরুদ্ধে অন্য পক্ষের থানায় ও আদালতে জমি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।