স্টাফ রিপোর্টার :
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন করেছে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরামের নিউমার্কেট প্রধান কার্যালয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরামের সদস্যরা।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরতœ জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করেন সংগঠনের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরামের স্থায়ী পরিষদের চেয়ারম্যান শাহ্ মজিবুল হক। কুমিল্লা জেলা ইউনিটের সভাপতি আ ন ম মঞ্জুরুল ইসলাম ভূইয়া, সাধারন সম্পাদক মাসুক মেহেদি, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল হাসান, অর্থ সম্পাদক কাজী ইকরামুল হাসান প্রান্ত, মিডিয়া পাবলিকেশন আসাদুজ্জামান, রংতুলি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম বাবু।