প্রেস বিজ্ঞপ্তি।।
৪৯ তম মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা মহানগর সহ সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সহকারী মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব,জামিয়া আরাবিয়া দারুল উলূম নতুনবাগ রামপুরা ঢাকা’র প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদীস, কুমিল্লা-৬ (কুমিল্লা সদর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ,
মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম।
তিনি বলেন- ১৯৭১ সনের ২৫ মার্চের কাল রাত্রি থেকে শুরু হয়ে মুক্তিযুদ্ধের পরিসমাপ্তি তথা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে ১৬ ডিসেম্বর হানাদার বাহিনীর আত্মসমর্পনের মধ্য দিয়ে।
আজ এই মহান বিজয়ের দিনে আমি সশ্রদ্ধাচিত্তে স্মরণ করছি ত্রিশ লক্ষ শহীদ ও দুইলক্ষাধিক সম্রম হারানো মা-বোনকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আল্লাহর দরবারে তাঁদের মাগফিরাত কামনা করছি।