অনলাইন ডেস্ক : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা দিয়েছেন। উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ার জন্য স্বপ্ন দেখিয়েছিলেন। আর এজন্যই পরাজিত শক্তিরা দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে নির্মমভাবে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল। বঙ্গবন্ধু এদেশকে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছেন।
মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা কর্মসূচিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টায় ‘বঞ্চিত মানুষের নেতা বঙ্গবন্ধু’ শিরোনামে আলোচনা সভায় (ভার্চ্যুয়াল) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধুতে পরিণত হয়েছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি ১৯৭৪ সালে জাতিসংঘে ও কমনওয়েলথ সম্মেলনে বাংলাতে ভাষণ দিয়েছিলেন। তিনি বিশ্বকে উন্নয়নের জন্য বিভিন্ন পরামর্শ দিয়েছিলেন। তার সেই ভাষণ বিশ্বের বিভিন্ন ফোরামে প্রতিধ্বনি হচ্ছে।
মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জজকোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম শাহিন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু।
বিডি-প্রতিদিন