মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বঙ্গবন্ধু ছাত্র আইন পরিষদের পুস্পস্তবক অর্পণ
- তারিখ : ০৩:৪৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
- / 529
স্বকৃত গালিব :
মহান বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বঙ্গবন্ধু ছাত্র আইন পরিষদ পুস্পস্তবক অর্পণ করেছে। ১৬ ডিসেম্বর (সোমবার) সকাল ৮.০০ টায় মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নোমান হোসেন তালুকদারের নেতৃত্তে এক র্যালির আয়োজন করা হয়। র্যালির শেষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট বিকাশ মজুমদার জয়, ঢাকা মহানগর উত্তর এর সভাপতি মোঃ রামিম হোসেন লিমন মোল্লা। এছাড়া আশা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইবনে আল কাইয়ুম, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফজলে রাব্বি সাবিত, এশিয়া প্যাশিফিক বিশ্ববিদ্যালয়ের সভাপতি নাসির হোসেন, ইউরোপিয়ান ইউনিভার্সিটির সভাপতি মেহেদী হাসান বিজয়, সাধারণ সম্পাদক সাকিল হোসেন,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান,মেট্রো পলিশ আইডিয়ার ল কলেজের সহ-সভাপতি নুরুল আখের, আব্দুস সালাম, নর্দান বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক বোরহান মজুমদার, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির সৈকত হালদার,কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি সালমান ওয়াহিদ,পাবনা জেলার সাধারণ সম্পাদক সুমন হোসেন, ঢাকা মহানগর উত্তর এর তামান্না নিশাত, জাফর করিম সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
পুস্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নোমান হোসাইন তালুকদার বলেন, প্রতিষ্ঠার পর থেকে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ সর্বদা স্বাধীনতা ও বঙ্গবন্ধু কথা বলে আসছে। বিজয়ের এই মাসে কিছু মৌলবাদী উগ্র ধর্মীয় লেবাসধারী গোষ্ঠী দেশের ইতিহাস ঐতিহ্যের মহানায়ক জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গার যে ধৃষ্টতা দেখিয়েছে তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ সর্বদা রাজপথে আছে।